জেলা পরিষদ নির্বাচন : সিলেটে আওয়ামী লীগের প্রার্থী ওসমানীনগরের লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ১০:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য ওসমানীনগরের কৃতি সন্তান এডভোকেট লুৎফুর রহমান। শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোয়ন বোর্ডের সভায় লুৎফুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লুৎফুর রহমান সিলেটের জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন।
এ ব্যাপারে শুক্রবার রাতে লুৎফুর রহমান বলেন, দল থেকে আমাকে মনোয়ন দিয়েছে বলে শুনেছি। এতে আমি খুশি। দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদে দলীয় নেতাকর্মীরাও আমার অফিসে ভিড় করেছেন।
তবে দল থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বলে জানান তিনি।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বোর্ডের ১৯ সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।
লুৎফুর রহমান সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়েই বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন, ১৯৭০ ও ১৯৭২ সালে তিনি যথাক্রমে জাতীয় পরিষদের এমপিএ ও এমসিএ নির্বাচিত হোন এবং বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।