সিলেট নগরীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ১১:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরের শামীমাবাদে পূর্ব বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরকে ছুরিকাঘাত করেছে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের কয়েকজন কর্মী।
গতকাল (২৪ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাদিরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন সহপাঠীরা।
এদিকে, হামলার খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের কর্মী শাহ আলী নামের একজনকে আটক করেছে।
ওসি সোহেল আহাম্মদ জানান- পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের কর্মীরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরের ওপর ইউনিভার্সিটির গেইটের সামনে হামলা চালায়। এসময় কাদিরকে ছুরিকাঘাত করে শাহ আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- বেশ কয়েকদিন ধরে হাবিব হত্যার আসামি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত একটি দল আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ছুরিকাঘাতের শিকার হন আব্দুল কাদির।
সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার আসামি সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন সম্প্রতি জামিনে মুক্তি পায়। এরপর থেকে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের অনুসারী হতে চাপ প্রয়োগসহ নানা ধরণের হুমকি দিয়ে আসছিল।
এমন অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় কয়েকজন শিক্ষার্থীরা সাধারণ ডায়রিও করেন। বিরোধের জের ধরে বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরের ওপর হামলায় চালায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আলী, জুনায়েদ, আব্বাস, এনামুলসহ বেশ কয়েকজন। হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।