সিলেটে প্রধানমন্ত্রী, বৃথা গেল আলীয়া মাঠের ব্যানার-বিলবোর্ড
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আজ সিলেটে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর সিলেটে আগমন উপলক্ষ্যে তাঁকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, পোষ্টার ও বিলবোর্ডে পুরো নগরী সাজিয়েছেন সিলেট আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গুরুত্বপুর্ন পদধারী নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত তাঁদের ছবি সহকারে স্বাগত জানিয়েছেন তাঁদের নেত্রীকে। পুরো নগরী জুড়ে তাঁদের ব্যানার-বিলবোর্ড থাকলেও বেশিরভাগই ছিল চৌহাট্টা পয়েন্ট থেকে আলীয়া মাদ্রাসা মাঠের শেষ পর্যন্ত। কারণ বিকালে আলীয়া মাদ্রসা মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা ছিল শেখ হাসিনার। তাই দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করতে বেশিরভাগ ব্যনার-ফেস্টুন – তোরণ লাগিয়ে ছিলেন এই এলাকায়।
কিন্তু আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা স্থগিত হওয়ায় তাদের এসব অনেকটা বৃথা গেল। আর শেখ হাসিনার গাড়ি বহরও এই রাস্তা বুভার করবে না। যার ফলে নেতাকর্মীদের লাগানো এসব ব্যানার-ফেস্টুন শেখ হাসিনার চোখে পরার সুযোগ নেই।
তবে জনসভা স্থগিত হওয়ার অনেক নেতা তাদের ব্যনার –ফেস্টুন এই এলাকা থেকে খুলে অন্যত্র স্থানান্তর করেছেন। কেউ আবার বিমানবন্দর সড়ক কিংবা সিলেট-জাফলং সড়কে নতুন করে ব্যানার, তোরণ কিংবা বিলবোর্ড লাগিয়েছেন।