সিলেটে ১৬৯ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ৯:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ১৬৯ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতির র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট রেঞ্জ ডিআইজি মিজানুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ৩২ জনকে সাব-ইন্সপেক্টর পদে, ১২৮ জনকে এএসআই পদে এবং ৯ জনকে এটিএআই পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম।
সিলেট জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, স্টাফ অফিসার টু ডিআইজি মো. সুমন মিয়া, সিলেট জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আবছার খাঁন প্রমুখ।