সিলেটে র্যাব-৯ এর অভিযানে ভুয়া র্যাব আটক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৬, ৯:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের চাঁদনীঘাট ঝালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক ‘ভুয়া’ র্যাবকে আটক করেছে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী। রোববার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ রাসেল (২৪)। তার বাড়ি সিলেটের দক্ষিন সুরমা উপজেলার কায়েস্থরাইল গ্রামে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রাসেল ভুয়া র্যাব সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতেন। রোববার তিনি চাঁদনীঘাট ঝালোপাড়ায় পঞ্চরসের আচার ফ্যাক্টরিতে গিয়ে নিজেকে র্যাবের গোয়েন্দা হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। র্যাবের একটি দল তৎক্ষনাৎ সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে র্যাব কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে তিনি চাঁদা আদায় করতেন।
আটক রাসেলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।