রাতেই দেশে ফিরেছেন খাদিজার বাবা, সকালে আসবেন ভাই
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৬, ১১:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সন্ত্রাসী বদরুল আলমের চাপাতির কোপে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা মেয়েকে দেখতে আজ (বুধবার) রাতেই দেশে ফিরেছেন খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। রাত দশটার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে আসেন।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে দেশে আসছেন খাদিজার বড় ভাই শাহীন আহমদ। চীনে চিকিৎসাবিজ্ঞানে পড়ছেন শাহীন। এই দুঃসময়ে বোনো পাশে দাঁড়াতে দেশে ফিরছেন তিনি।
খাদিজার চাচাতো ভাই নুর আহমদ বুধবার বিকেলে এ তথ্য জানান।
তিন ভাই দুই বোনোর মধ্য ২য় খাদিজা সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী। সোমবার পরীক্ষা দিতে তিনি এমসি কলেজে যান। কলেজ ক্যাম্পাসেই তাকে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্র বদরুল ইসলাম। বদরুল শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। ঘটনার পর তাকে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দেয় শিক্ষার্থীরা। বুধবার এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল।
আর মাথা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছে খাদিজা আক্তার।
তার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।