সিলেট তিব্বিয়া কলেজকে বঙ্গবন্ধুর নামকরণের দাবীতে গণস্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ৬:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ‘সরকারী তিব্বিয়া কলেজ’কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবীতে সিলেটে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় নগরীর উপশহর এবিসি পয়েন্টে সিলেট তিব্বিয়া কলেজ ও স্নাতক ডিগ্রী বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট ছালেহ আমদ সেলিমের সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট তিব্বিয়া কলেজ ও স্নাতক ডিগ্রী বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম চৌধুরী ফলিক।
গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন কালে তিনি বলেন, সিলেট তিব্বিয়া কলেজকে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি এসময় সরকারী তিব্বিয়া কলেজ, সিলেট এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সরকারী ইউনানী মেডিকেল কলেজ কারার দাবী জানান।
গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, শামিম ইকবাল, কামাল উদ্দিন, হুমায়ন রশিদ, জহির উদ্দিন, সৈয়দ নাহিদ রহমান, কাজী জুবায়ের আহমদ, সুলতান, শাহজাহান তুহিন, সৈয়দ শিপু, কাউছার আলম ফাহিম, এহিয়া আলম, মোহাম্মদ রিফাত, মামুন আহমদ, মোহম্মদ হোসেন, কাজী রুহুল আমিন, বেলাল আহমদ, মামুনুল হক প্রমুখ।