ইমরান হত্যা মামলার দুই আসামী রিমান্ড শেষে জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৯:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে দর্জি ইমরান হোসেন হত্যা মামলার আসামী জাহাঙ্গীর আহমদ ও মাসুম আহমদকে ৪৮ ঘন্টা পুলিশ রিমান্ডের পর শনিবার তাদের পুণরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই জুনেদ আহমদ তাদের দুজনের বিরুদ্ধে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার তাদের থানায় আনা হয়। আসামীদের কাছ থেকে ইমরান হোসেন হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই জুনেদ আহমদ বলেন, আসামীদের কাছ থেকে আরো তথ্য উদ্ঘাটনের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে আদালতে।