সিলেট জেলা বিএনপির প্রতিনিধি সভার তারিখ পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলা বিএনপি ঘোষিত শনিবারের প্রতিনিধি সভার তারিখ অনিবার্য কারন বশত পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত তারিখ অনুযায়ী উক্ত সভাটি আগামী ৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুম (নীচ তলায়) অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপির সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহ্বান জানান।