শ্রীমঙ্গলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘড়ি ও ময়লা ফেলার ঝুড়ি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ৯:১৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি : “মোবাইলে নয় ক্লাসে ঘড়িতে সময় দেখবে ছাত্রছাত্রীরা, আর জানালা দিয়ে খোলা জায়গায় নয় ঝুড়িতে ফেলতে হবে ময়লা” এই শ্লোগান নিয়ে ক্লিন শ্রীমঙ্গলের উপদেষ্টা ডা. হরিপদ রায় মৌলভীবাজার শ্রীমঙ্গল দেওয়ান সামছুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটি ক্লাসে ১টি করে বড় ঘড়ি ও একটি করে ময়লা ফেলার ঝুড়ি সহায়তা করেছেন মৌলভীবাজারের বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডাক্তার হরিপদ রায়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় রায়ের সভাপতিত্ব পরিস্কার পরিচ্ছন্নতা ও সময় সচেতনতা বিষয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও শিক্ষিকা রহিমা বেগম।