দিরাইয়ে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:১৫ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি:
উন্নয়ন অগ্রগতি ও সেবার অঙ্গীকার নিয়ে দিরাইয়ের চন্ডিপুর এসোসিয়েশন ইউকে’র আত্মপ্রকাশ ঘটেছে। যুক্তরাজ্যে বসবাসরত চন্ডিপুর এসোসিয়েশন হতদরিদ্র পরিবারে খাদ্র সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদানের মধ্যেদিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে শুক্রবার চন্ডিপুর গ্রামের ঈদগাহ ময়দানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং শিক্ষক আবু হেনার পারিচালনায় খাদ্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব উদ্দীন, পৌর মেয়র মোশাররফ মিয়া, মাওলানা আজিজুর রহমান, মাওলানা সাদিকুর রহমান, প্রধান শিক্ষক জাফর ইকবাল, প্রভাষক বদিউজ্জামান, শিক্ষক আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক জিয়াউর রহমান লিটন। এসময় এসোসিয়েশনের অর্থায়নে গ্রামের ৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা শরীফ উদ্দিন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, লালন মিয়া, হাজী মকুল চৌধুরী, রাসেল মিয়া, রায়হান মিয়া, রাজু, শহিদুল, মিশু, ইমন, শাওন, জসিম, শিবলু, কামাল, দুলালসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
বক্তারা শিক্ষা, স্বাস্থ্যসহ গ্রামের অগ্রগতি ও সার্বিক প্রতিটি উন্নয়ন কাজে তাদের সহযোগীতার আশ্বাস দেন। যুক্তরাজ্যস্থ চন্ডিপুর এসোসিশেনের সভাপতি টিপু মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক দুলন মিয়া জানান, দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের মধ্যদিয়ে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এবং সার্বিক উন্নয়নে এসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।