অবশেষে মিটার বরাদ্দ পেলেন ওসমানীনগরের সেই গ্রাহক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ৫:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
‘ওসমানীনগরে পল্লী বিদ্যুতের দুর্নীতি, আবেদনের দুই বছরেও মিলেনি মিটার’ শিরোনামে গত ২০ আগস্ট সুরমানিউজ টুয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে মিটার অনুমোদন পেলেন সেই গ্রাহক। গ্রাহক সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের আম্বিয়া বেগমকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে মিটারের টাকা জমা দিতে বলা হলে রোববার দুপুরে তিনি টাকা জমা দেন। দু-একদিনের মধ্যেই তার বাড়ীতে মিটার সংযোগ দেওয়া হবে।
জানা যায়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিকাপন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ২০১৪ সালে ২৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে মিটারের জন্য আবেদন করেন সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের আম্বিয়া বেগম। কর্তৃপক্ষ ট্রান্সফরমার অভারলোড দাবী করে তার জন্য মিটার বরাদ্দে গড়িমসি শুরু করে। উক্ত বিষয়ে কাশিকাপন জোনাল অফিসে সাবেক ডিজিএম’র নিকট একাধিকবার যোগাযোগ করা হলে কোন সুরাহা পাওয়া যায়নি।
অবশেষে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পায় সুরমানিউজ টুয়েন্টিফোরে। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। সার্ভিস ওয়ান পয়েন্টে আনিছ উক্ত গ্রাহকের সহযোগিতায় এগিয়ে এলে আম্বিয়া বেগম মিটারের অনুমোদন পান। রোববার উক্ত গ্রাহকের মিটার ফিস গ্রহণ করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আম্বিয়া বেগম মিটারের টাকা জমা দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, দু- একদিনের মধ্যে আমার বাড়ীতে মিটার সংযোগের প্রতিশ্রুতি দিয়েছে কাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিস।