সিলেটে বাস চাপায় পথচারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস চাপায় শফিক মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সড়কের ঘোপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিক মিয়া পেশায় দিনমজুর। তিনি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ের মৃত আরব আলীর ছেলে।
সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি বাসের চাপায় গুরুতর আহত হন শফিক মিয়া। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।