ব্যবসায়ী হত্যায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
লালাবাজারে ফার্মেসি ব্যবসায়ী আজির উদ্দিন হত্যার প্রতিবাদে ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অবরোধে রাস্তার দুইপাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। অবরোধ কর্মসূচির পাশাপাশি ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করে আজির উদ্দিন হত্যার চিহ্নিত খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।