সিলেটের এমসি কলেজ পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তরিকুল ইসলাম (১৬) নামের ওই ছাত্র বালুচর টিভি গেইটের মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩ নম্বর বাসার ফজলু মিয়ার ছেলে।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের পুকুর থেকে শাহপরাণ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা যায়- গত শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে যায়। এসময় সে পুকুরের পানিতে তলিয়ে যায়।
রবিবার সকালে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শাহপরাণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুকুর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী।