হযরত শাহ্ আজম (র.) এঁর ৩৭তম ওরস মাহফিল আগামী ১৪ আগষ্ট
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (র.) এঁর ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ওরস মাহফিল আগামী ১৪ আগষ্ট ২০১৬ইং, রবিবার অনুষ্ঠিত হবে।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল স্টেশন সংলগ্ন রামপাশা গ্রামে ওলীর মাজারে ওরশ মাহফিল উপলক্ষে কোরআন খতম, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, পীরের জিবনী আলোচনা, জিকির-আজকারসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এতে শেষ মোনাজাত পরিচালনা করবেন হযরত শাহ্ আজম (র.) এর কনিষ্ঠ গদিশীন পীর মাওলানা শাহ্ মোঃ মোশররফ আলী।
হযরত শাহ্ আজম (র.) ছিলেন ভারতে কৈলাশ ত্রিপুরা জেলার লক্ষিপুর গ্রামের ওলীয়ে কামিল সূফী সাধক মরমী হযরত শাহ্ ইয়াছিন (র.) এর শ্রেষ্ঠ খলিফা। তিনি ঐতিহাসিক খোজার মসজিদ সংস্কার, ধমীয় বিভিন্ন উপাসনালয় নির্মাণ, সংস্কারসহ সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে গেছেন যা আজো কালেরসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।