প্রবাসীর অর্থায়নে নির্মিত বালাগঞ্জ ইউনিয়নের গেইটের শুভ উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
ইউকে প্রবাসী আসাদুর রহমান আসাদের ব্যক্তিগত অর্থায়নে সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের গেইট নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) গেইটদাতার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য আশিক মিয়া, বাগনিজামাই খসরু মিয়া সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গেইট উদ্ভোধন করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম।
উদ্ভোধনের প্রাক্কালে আব্দুল মুনিম বলেন, আসাদুর রহমান একজন দানশীল ব্যক্তি। নিজ এলাকার গরীব অসহায় মানুষের আশ্রয়স্থল। প্রচলিত ও দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, মসজিদে তার এবং তার পরিবারের সদস্যরা দানের হাতকে সম্প্রসারিত করেছেন, করে যাচ্ছেন। প্রাচীন এই ইউনিয়ন পরিষদের একদিন আসেন। জরাজীর্ণ একটি গেইট দেখে নিজ উদ্দোগে একটি দৃষ্টিনন্দন গেইট করে দেওয়ার ইচ্ছা পোষন করেন। পরে সাড়ে ৬ লাখেরও বেশী টাকা দিয়ে এই দৃষ্টিনন্দন গেইটটি নির্মাণ করে দেন।
গেইটদাতার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য আশিক মিয়া, বাগনিজামাই খসরু মিয়া তত্ত্বাবধানে এই গেইট নির্মিত হয়। উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সদস্য আব্দুল কাদির, কোষাধ্যক্ষ জাগির হোসেন, ইউপি সদস্য তুরণ মিয়া, জহিরুল ইসলাম, মোশাহিদ আলী, আহমদ আলী, রেয়াদ আহমদ, মো. ফয়জুল হক, জয়দীপ চন্দ্র দাশ, আব্দুশ সহিদ, নীলমনি সূত্রধর, ছমরুন নেছা, জয়তেরা বেগম, শেফালী বেগম, উদ্যোক্তা শাহিন সেলিম, ঠিকাদার আজাদ মিয়া প্রমুখ। পরিশেষে আসাদুর রহমানের পিতা মৃত ধন মিয়া’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।