বালাগঞ্জে বাবুর্চির চিকিৎসা কাণ্ড: কয়েকদিন পর চিকিৎসার জন্য বাবুর্চিও পাবেন না -সিভিল সার্জন
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা দিচ্ছেন হাসপাতালে কর্মরত আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া এক সহকারী বাবুর্চি।
গত সোমবার (১৬ জুন) বিকেলে সরেজমিনে বাবুর্চি সেবা কাণ্ড চোখে পরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আরও দেখা যায়, প্রাথমিক চিকিৎসা নিতে আসা একজন ভদ্র মহিলা রোগীর হাতে ব্যান্ডেজ করছেন হাসপাতালের সহকারী বাবুর্চি সুফি মিয়া। তার পাশেই বসে আছেন মেডিকেল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ। তিনি চেয়ারে বসে ব্যান্ডেজ লাগানো দেখছিলেন। সুফি মিয়া বলেন, হাসপাতালে জনবল সংকটের কারণে আমাকে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতে বলা হয়েছে। ওয়াশ করে দেয়ার নিয়ম রয়েছে আমাদের। সেলাই হলে স্যার দেন।
জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, শুধুমাত্র ব্যান্ডিজটা উনি দিয়েছেন। আমাদের লোক সংকটের কারণে উনাকে আমরা ওয়ার্ড বয় হিসেবে রেখেছি।
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন, এইটা আসলে আমাদের জনবল সংকটের কারণে হয়ে থাকে। একটি জরুরী বিভাগ পরিচালনা করতে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। এজন্য আমাদের কিছু রোস্টার ডিউটি অন্যদের দিয়ে করাতে হয়।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, আমাদের সরকারি লোকজন নাই। কয়েকদিন পর চিকিৎসার জন্য বাবুর্চিও পাবেন না। জুলাই মাস থেকে বন্ধ হয়ে যাবে আউটসোর্সিংয়ের নিয়োগ।