ঈদে আসছে সুমি শবনমের নাচের গান
প্রকাশিত হয়েছে : ৮:২৭:১৮,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৩
বিনোদন ডেস্ক:
ভাল্লাগে গানের ভাইরাল শিল্পী ও এ সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী সুমি শবনম নিয়ে আসছেন নতুন গান। এবারের ঈদ উপলক্ষ্যে গানটি রিলিজ হতে যাচ্ছে। ‘ঈদ মোবারক ঈদ’ শিরোনামে গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।
এর আগেও একসঙ্গে বেশকিছু দর্শকপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছিলেন সুমি শবন। তারই ধারাবাহিকতায় নিয়ে এবারের ঈদের নিয়ে এলেন নতুন গান। গানটি প্রকাশ্যে আসতেই শ্রোতামহলে বেশ সাড়া ফেলছে।
সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের ভিডিওতে শিল্পী নিজেরই উপস্থিতি রয়েছে। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজু দেওয়ান। ঈদুল ফিতর সামনে রেখে আগামী ২০ রমজান ১২ এপ্রিল এ এন এন্টারটেইনার মিউজিক চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।
নতুন গান প্রসঙ্গে সুমি শবনম বলেন, আমি সবসময় বেছে বেছে শ্রোতাদের চাহিদার গুরুত্ব দিয়ে কাজ করছি। এই গানটির কথাগুলো শ্রুতিমধুর। চেষ্টা করেছি সুন্দরভাবে গাইতে। ঈদে নাচের তেমন একটা নেই। এই গানে সম্পূর্ন নাচের তালে। ঈদ আনন্দে আমার নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। পূর্বের গানের মতো এই গানও দর্শক শ্রোতাদের ভালো লাগবে এবং মনে জায়গা করে নিবে।
নির্মাতা রাজু দেওয়ান বলেন, সেই ছোট্টবেলা থেকেই ঈদ আসলে আমরা আনন্দে ভেসে যেতাম কখন নতুন জামা পরব, ঈদের দিন সকালে কখন মা রুটি, সেমাই বানাবে। আমরা ভাই-বোন সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে আনন্দের সঙ্গে খেয়ে ঈদের নামাজে নতুন কাপড় পরে যেতাম। নামাজ শেষ করে আসার পর বাবাকে সালাম করে সালামি পাওয়ার জন্যে অপেক্ষায় থাকতাম। আপনজনদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে কোলাকুলি করে ঈদের দিন আনন্দে ভেসে যেতাম। সেই ছোট্টবেলার স্মৃতি মনে করে আমরা চেষ্টা করেছি ‘ঈদ মোবারক ঈদ’ এই গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যদি এই গান সবার ভালো লাগে তাহলে কষ্ট সার্থক হবে।
গানের কোরিওগ্রাফি মিউজিক ভিডিও পরিচালক মাইকেল বাবু বলেন, ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করে। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী নাচনির্ভর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, সবার ভালো লাগবে।