লাখাইয়ে প্রসূতির জরায়ুতে সুঁই রেখে সেলাই!
প্রকাশিত হয়েছে : ৭:২৪:৫৩,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় এক প্রসূতির জরায়ুতে ভাঙা সুঁই রেখে সেলাই করার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ রুবিনা আক্তারসহ সঙ্গীয় নার্সদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই প্রসূতির স্বামী বিচার চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট একটি অভিযোগ করেন।
ঘটনাটি প্রায় ৩ মাস আগের হলেও তা গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জানাজানি হয়।
জানা যায়, ভুক্তভোগী প্রসূতি শিফা আক্তার (১৯) উপজেলার জিরুন্ডা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
প্রসূতির স্বামী মনিরুল ইসলাম জানান,গত ২৮ সেপ্টেম্বর তার স্ত্রী শিফার প্রসব ব্যাথা শুরু হলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। পরে হাসপাতালের মিডওয়াইফ রুবিনা আক্তারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে একটি মেয়েসন্তানের জন্ম দেয় শিফা আক্তার। তখন নার্সরা ডেলিভারির সময় তার জরায়ু কাটাছেঁড়া করেন।
সন্তান প্রসবের পর কাটাস্থানে সেলাই করার সময় সুই ভেঙে ভেতরে রয়ে যায়। পরে শিপা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার সেলাইয়ের জায়গায় ক্রমেই ব্যথা অনুভব করতে থাকেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে এব্যাপারে হাসপাতালে যোগাযোগ করলে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেবার কথা বলেন।
পরে পার্শ্ববর্তী নাসিরনগর সদর আধুনিক হাসপাতালে অস্ত্রোপচার করলে ঘটনাটি ধরা পড়ে। সেখানকার চিকিৎসক রোগীর সেলাইয়ের জায়গায় অস্ত্রোপচার করে ভাঙা সুঁইটি বের করেন। এখনোও পুরোপুরি সুস্থ হয়নি ভুক্তভোগী নারী।
এব্যাপারে অভিযুক্ত মিডওয়াইফ রুবিনা আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার সাথে সাথে তড়িঘড়ি করে কল কেটে দেন।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন বলেন, রোগীর স্বজনদের হবিগঞ্জ সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।