বালাগঞ্জ মুক্তিযুদ্ধ মঞ্চ নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২২, ৩:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে। কমিটিতে দোলন বৈদ্য সভাপতি ও সাংবাদিক তারেক আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল রবিবার (২১ মার্চ) সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সম্রাজ এর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেন। সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কমিটিকে আগামী ০১ বছরের জন্য আংশিক কমিটি গঠন করার হয়েছে।
কমিটির সহ-সভাপতি পদে সাইফুল্লাহ খালেদ (মেম্বার), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক জাগির হোসেন (জাকির), সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দীন, সিদ্দিকুর রহমান, মো. আলী ইমনকে অনুমোদন দেওয়া হয়েছে।