বালাগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
১৯৯৫ সালের ১৫ই মার্চ বিএনপি সরকারের আমলে, সার ও বীজ কিনতে গিয়ে নির্মম ভাবে নিহত ১৮ জন কৃষকদের স্মরণে মঙ্গলবার দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আয়োজনে এম খান অডিটোরিয়ামে বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুল হক জিলু ও বালাগঞ্জ সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্যের পরিচালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, প্রধান বক্তা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাসুম, কৃষক লীগের যুগ্ম আহবায়ক তেরা মিয়া, মোছলেহ উদ্দিন, প্রদীপ দাস, লুৎফুর রহমান, রন্টু দাস, সজল সূত্রধর, গিয়াস উদ্দিন, কাজল মিয়া, আব্দুল জলিল, কাজল মিয়া, মির্জা আব্দুস সালাম, জিলু মিয়া, আরশ আলী, খালেদ আহমদ, সানুর মিয়া সহ প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জমির উদ্দিন, গীতা পাঠ করেন বাবু নীলমণি ধর।