বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে ব্যাপক কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দক্ষিন গৌরীপুরস্থ রশীদিয়া মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও মুহতামীম মাওঃ বদরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিমান বাংলাদেশ এর সাবেক ব্যবস্থাপক এড. ফখরুল হোসেন চৌধুরী, সুরমা নিউজ এর প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী মঈনুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সর্ব জনাব, মোহাম্মদ শাহিন মিয়া, আব্দুস সালাম, নিয়াজ আলী, মাওঃছাদিকুর রহমান প্রমূখ। সভা ও দোয়া শেষে মরহুম মকবুল হোসেন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে শিরনী বিতরণ করা হয়। এছাড়া ও তাঁর ছোট ছেলে ডাঃ ইফতেখার হোসেন চৌধুরীর সৌজন্যে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাতা -কলম সহ বিভিন্ন উপহার সামগ্রি এবং উপস্থিত অতিথি দের ডায়েরি ও বয়স্কদের মধ্যে ঔষধ বিতরণ করেন।