বালাগঞ্জে দাখিল ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি ) মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি শেখ জয়নুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন এর সঞ্চালনায় উদ্ভোধকের বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল-ইসলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল-ইসলার সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম,অফিস সম্পাদক শেখ বদরুল আলম,উপজেলা তালামীযের সভাপতি নাজমুল ইসলাম শিহাব সাধারণ সম্পাদক মারুফ তালুকদার মিজু,সাবেক সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদ,বিশিষ্ট সমাজসেবক তামিমুল করিম হৃদয়,বিশিষ্ট শিক্ষাণুরাগী শেখ জুয়েলরানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাফিজ মির্জা মিসবাহ, অফিস সম্পাদক বাহার উদ্দিন আফরাজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, জুমন আহমদ, সদস্য শেখ মাহফুজ আলম, মীর সাইফুল প্রমূখ।