সুনামগঞ্জে আফ্রিকা ফেরত প্রবাসীর বাড়িতে লাল পতাকা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ১২:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।
বৃহস্পতিবার ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ সচিব হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
লাল পতাকা টানানোর বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, ১ সপ্তাহ আগে ওই প্রবাসী দেশে এসেছেন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আমরা খবর পাওয়ার সাথে সাথে ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানোর মাধ্যমে সতর্কতা জারি করেছি। তিনি এখন হোমকোয়ারেন্টাইনে আছেন। যারাই ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে আমরা সতর্কতা জারি করব।সুত্র-আরটিভি