বালাগঞ্জের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা- ইউএনও
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ৮:২২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার ১৬ বর্ষপূর্তি ও ৪র্থ নিরাপদ পদক প্রদান অনুষ্ঠান শনিবার (২৭ নভেম্বর) সকালে বালাগঞ্জে, দুপুরে ওসমানীনগর এবং সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত হয়।
কর্মসুচীর মধ্যে ছিলো আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ বিতরন, খেলাধুলা, সংকলন প্রকাশ এবং ৯ জন গুনীজন কে পদক প্রদান করা হয়েছে। বর্ষপূর্তি সভাটি পৃথক পৃথক ভাবে তিনটি স্থানে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহিন। বালাগঞ্জ উপজেলার নিরাপদ প্রশিক্ষন কক্ষে তানিশা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব পৈলনপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাগির হোসেন, ইউপি সদস্য শেফালি আক্তার ও আসাদুর রহমান, সমাজসেবক সিরাজুল ইসলাম, শেখ লিটন আহমদ সহ প্রমুখ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজসেবক রুবেল আহমদ, গিয়াস উদ্দিন, সাদিক হাসান, রাজু দে সহ প্রমুখ।
শনিবার দুপুরে ওসমানী নগর উপজেলায় অনুষ্টিত সভায় জেসমিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। সন্ধ্যায় সিলেট শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ইয়া সুলতানা মৌসুমীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিনোদন মূলক কয়েকটি প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে এবং তাঁদের পুরষ্কৃত করা হয়েছে।