কুলাউড়ায় চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিলো জনতা
প্রকাশিত হয়েছে : ৫:৫১:০৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল মসজিদ মার্কেটের পশ্চিমের বাড়ি থেকে চুরির অভিযোগে রাজু মিয়া ওরফে গাম্বু (৩৫) নামক এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
জানা যায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে রংগীরকুল মসজিদ মার্কেটের পশ্চিমের বাড়ির বাসিন্দা সুরিয়া বেগমের ঘর থেকে একটি ব্যাগ চুরি করে নিয়ে যায় গাম্বু । এসময় সুরিয়া বেগম বিষয়টি টের পেয়ে গাম্বুর বাড়িতে এসে ব্যাগটি ফেরত চাইলে উল্টো তাকে মারধর করে। তাৎক্ষণিক সুরিয়া বেগম বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আজমল আলীসহ এলাকার মানুষকে জানান।
ঘটনার খবর পেয়ে ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন গাম্বুর ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে সুরিয়া বেগমের ব্যাগ উদ্ধার করেন এবং গাম্বুকে আটক করে রাখেন। পরে কুলাউড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এদিকে এই গ্রাম ওরফে গাম্বুর বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।