শ্রীমঙ্গলে নতুন মসজিদের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:১৫:৩৭,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবুছ সালাম জাফর আলী খাঁন জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার শাপলাবাগ এলাকায় দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুলাহ আল হেলাল, পৌর কাউন্সিলর আব্দুল করিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক ইয়াসিন আরাফাত রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।