সিলেটে ট্রাক চাপায় নিহত দু’জনেই ছাত্রদল কর্মী
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৪৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেট নগরে বেপরোয়া ট্রাকের চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন নগরের ফাজিলচিস্ত এলাকার লুৎফুর এবং কলাপাড়া এলাকার বাসিন্দা সজিব।
আজ সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব ও লুৎফুর দুজনই সম্পর্কে তালতো ভাই বলে জানা যায়। এছাড়াও তারা ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকায় দ্রুত গতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করে ও ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করে।
খবর পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে পুলিশের বাধায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ, সিলেটের সড়কে বারবার ট্রাকের বেপরোয়া চলাচল ও দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।