গোলাপগঞ্জে নাগরিকদের সঙ্গে গণসাক্ষাৎ করেছেন এমপি নাহিদ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে আবারো গণসাক্ষাৎ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে নাগরিকদের সঙ্গে গণসাক্ষাৎ করেন তিনি।
এ সময় নুরুল ইসলাম নাহিদ বলেন, শেখ হাসিনা সরকার গণমানুষের সরকার। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সব সময় জনবান্ধব। ফলে উন্নয়নের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, ধৈর্য্য ও সহনশীল মনোভাব নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। ভুল বুঝাবুঝি সমাজে নানা সমস্যার সৃষ্টি করে। নেতা-কর্মীদের যেকোন প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগ করতে বলেন।
গণসাক্ষাৎ গ্রহণকালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ প্রমুখ।