সুনামগঞ্জে জলমহাল ইজারাদারের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৯:২৯:০১,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চিরামখালী জলমহালের ইজারাদার সেনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। তিনি স্যালো মেশিন ব্যবহার ও হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে মাছ ধরার চেষ্টা করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
সূত্র জানায়, বুধবার বিকেলে উপজেলার পাইকুড়াটি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ও চিরামখালী জলমহাল সংলগ্ন হাওরের কৃষকরা একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তাতে বলা হয়েছে, চিরামখালী জলমহালের ইজারাদার সেনারুল ইসলাম জলমহালের নীতিমালা লংঘন করছেন। তিনি হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে ও স্যালো মেশিন ব্যবহারের মাধ্যমে জলমহালটি শুকিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রক্রিয়ায় হাওর ও জলাশয়গুলোতে মাছের বংশ বিস্তার হ্রাস পাবে। অন্যদিকে চলতি বোরো মৌসুমে জলমহাল সংলগ্ন এলাকার কৃষকরা তাদের বোরো জমিতে সেচ দেওয়া নিয়ে চরম সংকটে পড়বেন। এলাকার প্রভাবশালী লোক হওয়ায় কেউ ইজাদারের কাজে বাধা দিতে সাহস পাচ্ছেন না।
অভিযোগ সম্পর্কে ইজারাদার সেনারুল ইসলাম বলেন, ‘হাওরের পানি না কমার কারণে কৃষকরা তাদের বোরো জমিতে আবাদ করতে পারছিল না। তাই ১৫/২০ দিন আগে এলাকাবাসী পাউবো’র অনুমতি নিয়েই বাঁধের অল্প জায়গা কেটে পানি কমিয়ে আবাদ শুরু করেন। আর জলমহালে যেসব স্যালো মেশিন বসানো রয়েছে তার মাধ্যমে কৃষকরাই জমিতে সেচ দিচ্ছেন। এক্ষেত্রে জলমহালকে জড়িয়ে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মো. আবু তালেব বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।’