সিলেটে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকায় সংবাদ সংগ্রহকালে নিউজ টুয়েন্টিফোরের দুই সংবাদকর্মীকে মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন আয়োজন করে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) সিলেট।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে প্রমাণিত হয় দেশে সুশাসন অনুপস্থিত অথবা কোনো একটি সুযোগে সন্ত্রাসীচক্র গণমাধ্যমের মুখ বন্ধ করতে ওঠেপড়ে লেগেছে।’
টিসিজেএর সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সভাপতি মামুন হাসান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা প্রমুখ।