বড়লেখায় ধামাই নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ৯:০২:১৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ধামাই নদী পাড়ের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বড়লেখা উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের ধামাই নদীর পাড়ে স্থানীয় লোকজন দীর্ঘদিন থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। এর মধ্যে আছে দোকান ঘর, শৌচাগার, বাড়ির সীমানাপ্রাচীর, ঘরের একাংশ। এভাবে দখল হয়ে পড়েছে নদীর পাড়। স্থানীয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসকল অবৈধ স্থাপনা সরানোর জন্য দখলদারদের নির্দেশ দেওয়া হলেও স্থাপনা সরানো হয়নি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ধামাই নদীর সদর ইউনিয়নের সোনাতুলা ব্রিজ থেকে সুজানগর ইউনিয়নের সীমানা পর্যন্ত এই অভিযানে প্রায় আড়াই শ একর জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন, থানার এসআই শরীফ উদ্দিন প্রমুখ।
বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, স্থাপনা সরাতে আগে জানানো হয়েছে। কিন্তু না সরানোতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নদীপাড় দিয়ে জনগণের চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা হবে।