সুরঞ্জিতের সমাবেশে গ্রেনেড হামলা : আরিফ ও গউছের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৭, ১০:০৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া ওরফে জি কে গউছ এর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল বিচারকের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. খায়রুল কবীর রুমেন বলেন,‘এই মামলার কগনিজেন্স হেয়ারিংয়ের অভিযোগ আমলে নেওয়ার শুনানি ছিল বুধবার ।আদালত অভিযোগ আমলে নিয়েছেন। মামলা বিচারের জন্য প্রস্তুত হচ্ছে।’
আদালতে মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়র জিকে গউছ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হয়। সে সময় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্ত করে মামলার বতর্মান তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা সম্প্রতি তাদের সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি করে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বসু দেব চাকমা গ্রেনেড হামলার ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার অভিযোগ করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী ও মল্লিক মঈনুদ্দিন সোহেল বলেন, সিলেট সিটি করপোরেশন ও হবিগঞ্জ পৌরসভার দুই জনপ্রিয় মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আমরা উচ্চ আদালতে আইনি ব্যবস্থা নেব।