শ্রীমঙ্গলে এবার ধর্ষণের শিকার সপ্তম শ্রেণীর ছাত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ৫:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের ১৪ বছরের সপ্তম শ্রেনীর এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে মর্মে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে তার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে কয়েকজন জোরপূর্বক বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মেয়ের বাবা ধর্ষণকারী জাহির মিয়া (২৫), শহিদ মিয়া (১৮), তোফায়েল মিয়াকে (২০) অভিযুক্ত করে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা করে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তিনজনকে আটক করেছে ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ধর্ষণের খবর পেয়ে আমরা অতিদ্রুত আসামীদেরকে আটক করতে সক্ষম হয়েছি।
অভিযুক্ত তিনজনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ধর্ষিতা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।