বালাগঞ্জ সদর ইউনিয়নকে মাদক মুক্ত ইউনিয়ন ঘোষনা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৭, ৯:২৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। ১৩ মার্চ সোমবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মুনিম সভাপতিত্বে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, পূর্বগৌরিপুরের ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন, আব্দুল কাদিও, শান্তিব্রত চৌধুরী, আইনুর আহমদ রুমন, ম আ মুহিত , প্রশেনজিৎ দত্ত তপু, আমির আলী, আজমল বেগ, ফয়ছল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সবাইকে সাথে নিয়ে আনুষ্টানিকভাবে দেওয়ানবাজার ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন ঘোষনা করেন প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া। উল্লেখ্য ইতিমধ্যে বালাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে পূর্বগৌরীপুর, পশ্চিম গৌরীপুর, পূর্বপৈলনপুর, বোয়ালজুর ও দেওয়ানবাজার ইউনিয়নকে এ পর্যন্ত মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করা হয়েছে। সব মিলিয়ে ৬ টি ইউনিয়ন মাদক মুক্ত ইউনিয়ন ঘোষনা শেষ হয়েছে। শীঘ্রই আনুষ্টানিক ভাবে বালাগঞ্জ থানাকে মাদক মুক্ত ঘোষনা করা হবে।