শ্রীমঙ্গলে বিশ্বমানব ঐক্য সংস্থা বাসা’র শপথ গ্রহন
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৭, ১:৩৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্বমানব ঐক্য সংস্থা বাসা এর শ্রীমঙ্গল সরকারি কলেজ কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ হল রুমে শপথ গ্রহন অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কান্তি বড়–য়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির পরামর্শক পরিষদ সভাপতি উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, বিশ্বমানব ঐক্য সংস্থার প্রতিষ্ঠা ও সভাপতি শ্রী রবীন্দ্র কুমার চক্রবর্ত্তী, কলেজ কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন বিশাল সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরা এবং শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।