সুরের মূর্ছনায় বিশ্ব মাতাচ্ছেন সিলেটের দুই তরুন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ সুরের মূর্ছনায় বিশ্ব মাতাচ্ছেন সিলেটের দুই তরুন । লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা মামজি ও নিশাত নামের এই দুই তরুণের লেখা ও সুর করা একটি বাংলা গান আইটিউন চার্টে শীর্ষস্থানে উঠে এসেছে। বিষয়টি ব্রিটেনে বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
‘জান আটকি’ নামের ‘চোখে চোখে মিলে আমি ফিরে এসে চাই’ গানটি মূলত পাঞ্জাবি ভাষা থেকে বাংলায় ভাষান্তর একটি গান। ব্রিটেনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় শিল্পী ‘মামজি স্ট্রেঞ্জার’ পাঞ্জাবি ভাষার এ গানটি বাংলায় ভাষান্তর করেন। এতে সুর দিয়েছেন আরেক জনপ্রিয় তরুণ শিল্পী নিশাত মনসুর।
বিভিন্ন শো’তে অংশ নিয়ে গানটি গেয়ে মামজি ও নিশাত ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে রীতিমতো হৈচৈ ফেলেছেন। গানটির বাংলা ভিডিও ভার্সনও ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন শিল্পী নিশাত মনসুর। মামজি স্ট্রেঞ্জার ও লিয়ান রৌজের প্রযোজনা এবং মামজি ও নিশাতের লেখা গানটি বাংলা ভিডিও ভার্সন করবে টাইমলেস মিডিয়া।
মামজি ও নিশাত দু’জনেরই পৈত্রিক নিবাস সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্রিটিশ গানের জগতের মূলধারায় ব্যাপক জনপ্রিয় শিল্পী মামজি স্ট্রেঞ্জার। ইংরেজি, হিন্দি, পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে ইতোমধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন