মহাসড়কে পরিবহণ শ্রমিকদের মুখোমুখি শাবি শিক্ষার্থীরা,সংঘর্ষের আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ২:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধকারী শাবি শিক্ষার্থীদের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছেন পরিবহণ শ্রমিকরা। ফলে সেখানে দেখা দিয়েছে সংঘর্ষের আশঙ্কা।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া ও যথাসময়ে ক্লাস-পরীক্ষা সম্পাদনের দাবিতে আন্দোলন করছেন শাবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের কারনে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। আটকা পড়েছে বহু যাত্রী ও পণ্যবাহী গাড়ি। যানজটের কারনে একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহণের চালক ও শ্রমিকরা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মারমুখী অবস্থানের কারনে সেখানে দেখা দিয়েছে সংঘর্ষের আশঙ্কা।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ। এ সময় সাধারণ সম্পাদক ইমরান খানকেও হল ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে গুলি ছোড়া হয় ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর রাতভর উত্তেজনা বিরাজ করলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সকল ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে শাবি প্রশাসন। ভোর ৫টার দিকে ছাত্রদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আর ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়।
এর প্রতিবাদে সকালে রাজপথে নেমে আসেন শাবি শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাহার ও যথাসময়ে ক্লাস-পরীক্ষা নেয়ার দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধের নির্দেশ প্রত্যাহার করে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শাবি বন্ধের ঘোষণা দেয়া হয়।