১৬ই ডিসেম্বর পতাকা দিবস নয়, বিজয় দিবস
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
গতকাল রাত ৮.৩০ মি:এ এক রেস্টুরেন্টর ছাদে, মানে ২৩ তলার উপরে বসে খাচ্ছি। পাশের এক কোনায় কিছু তরুন প্রজন্ম আমার মতোই খেতে বসেছে, আর তাদের পাশেই আমাদের জাতীয় পতাকা পতপত করে উড়ছেন।
একটু পর পর বাতাসের তোড়ে আমাদের পতাকা সুন্দরীদের কফির কাপে ঝড় তুলছেন, মাথার চুল এলো মেলো করে দিচ্ছেন। তাদের খাবারের মধ্যে এসে হামলা দিচ্ছেন। আর সুন্দরীরা সেটা পতাকা না কি, তা দেখার সময় কই? গল্পে মশগুল একজন একটু পর পর পতাকা টা হাতে মুড়িয়ে ছুড়ে মারছেন বাইরের দিকে। তাদের আর দোষ কোথায়?
আমার আর সহ্য না হওয়ায় ২ ফ্লোর নিচে নেমে ম্যানেজার কে ডেকে খুব হেসে না হলেও বুঝিয়ে বললাম পতাকা উত্তোলন এর কিছু নিয়ম আছে সেই গুলা যেনো তারা রক্ষা করেন।
আমার এই কান্ড,আশপাশের কিছু লোক তাকিয়ে তাকিয়ে দেখেছে,আমার সাথের বন্ধুরা আমাকে নিয়ে হেসেছে। খুব ভালো করে জানি, আমাকে অনেকেই মনে মনে পন্ডিত বলেছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবার আজ সকালেই আমার ফেইসবুকের মেসেঞ্জার এ ১৬ই ডিসেম্বরে প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি সংযোগ এর কথা বলেছেন অনেকেই।
আমি আমাদের তরুন প্রজন্ম কে বলছি, জাতীয় পতাকার রং এর আদলে জামা, কাপড়, শাড়ি, পাঞ্জাবি, যাই বানাই বা গায়ে জড়াই সেগুলো পোষাক, তাতে কোনো ক্ষতি নেই কিন্ত তা যখন আমাদের পতাকা, তার সম্মান, তার মর্যাদা অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের কেই নিতে হবে।
মনে রাখতে হবে,দেশের জন্য প্রেম, পতাকার জন্য প্রেম, সম্মান বোধ না আসলে আমাদের জি.ডি.পি যতই বাডুক, দেশ যতই উন্নত হউক জাতি হিসেবে আমরা কখনোই উন্নতি করতে পারবো না।
একটা পতাকা শুধু পতাকা নয় তা আমার দেশমাতার মাথার আচল। পুরো পৃথিবীর বুকে কোথাও কোনো সম্মেলনে বা অনুষ্ঠানে এটা আমাদের বাংলার মুখাবয়ব হয়ে আমাদের স্বাধীন দেশের পরিচয় তুলে ধরে আমাদের সম্মানিত করে। ৩০ লাখ শহীদের রক্ত বড় কম মনে হয় এই পতাকার কাছে তাই না? একে অসম্মান করার কোন অধিকার আমাদের অসভ্য সন্তাদের নেই। লোকে হাসুক আর পাগল বলুক। চলুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজেদের মধ্যে দেশপ্রেমকে সচেতন করি ঠিক যেমন করে স্কুল,কলেজের মাঠে প্রতিদিন একই শপথ নিতাম আর লাইনে দাড়িয়ে ভাবতাম ধূর ছাতা একই শপথ প্রতিদিন কেনো?
হ্যা, আজ বুঝি সেদিন আসলে আমরা শপথ নিতাম না। শপথ দিতাম আমাদের শিক্ষকদের কাছে এই দেশের কাছে, এই দেশ, এই পতাকা কে তাদের মর্যাদায় অক্ষুণ্ণ রাখার।
আসুন, আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ১৬ই ডিসেম্বরকে পতাকা দিবস মনে না করে বিজয় দিবস মনে করি, সেই সাথে পতাকা উত্তোলন এর নিয়ম গুলো জেনে নেই। অন্য কেও জানাতে সাহায্য করি আর এতে আমাদের ছেলেবেলার শিক্ষাগুরুদেরকে দেয়া শপথ গুলো কিছুটা হলেও রক্ষা হবে।
জাতীয় পতাকা ব্যবহার:
- যে কোন ভবন বা দালানকোঠায় ব্যবহারের জন্য —১০ ফুটx৬ ফুট, ৫ ফুট x৩ ফুট, ২.৫ ফুট /১.৫ ফুট।
- মোটরগাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো—১৫ ইঞ্চিx ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি x৬ ইঞ্চি।
- আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হলো—১০ ইঞ্চি x৬ ইঞ্চি।
সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করতে পারবে।
লেখক: মেরিন নাজনীন,
সংবাদ উপস্থাপিকা