জগন্নাথপুরে নৌকাডুবিতে ১ স্কুল ছাত্রী নিখোঁজ, আহত শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ৩:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আলুকালি নদীতে নৌকা ডুবির ঘটনায় এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস’র এসও অখিল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালিয়েছি। আমাদের সঙ্গে সিলেটের একটি ফায়ার সার্ভিস দলের ডুবুরী কবির আহমদ ও লুৎফুর রহমান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের নিকটবর্তী আলুকালি খেয়াঘাট থেকে সকাল ৯টার দিকে স্থানীয় স্কুলের ৩০/৪০ শিক্ষার্থী খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ বুঝাইকৃত নৌকাটি নদীর মাঝ পথে ডুবে যায়। এ ঘটনায় দাওরাই গ্রামের শাহ আলতা মিয়ার মেয়ে শাহ সুমি বেগম নিখোঁজ হন। সে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী।