সিলেটের মেডিনোভাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৮:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
চিকিৎসকের পরিবর্তে অদক্ষ লোক দিয়ে সিটিস্ক্যান ও ইসিজি করার দায়ে সিলেটে মেডিনোভা মেডিক্যাল সার্ভিস ও হেলথ কেয়ার ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া জরিমানা করা হয়েছে একটি রেস্টুরেন্ট, ফার্মেসি ও সিরামিক কারখানাকে। সবমিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি জানান, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসকে ৪ লাখ টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, এসব চিকিৎসাকেন্দ্রে সিটিস্কেন ও ইসিজি’র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই করা হচ্ছে। চিকিৎসকের পরিবর্তে অদক্ষ কর্মচারীরা এসব পরীক্ষার কাজ চালিয়ে আসছিল।
অভিযানকালে আরো কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন র্যাব-৯ এর এএসপি পীযূষ চন্দ্র দাস, সিলেট জেলা ঔষধ তত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম।