প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ৯:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩ নভেম্বর সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের উদ্যোগে দর্শন দেউরী থেকে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলার ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ইলিয়াছ আহমদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সুহেল আহমদ সাহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহেদ, সাবেক মহানগর সহ সভাপতি জিয়াউল হক জিয়া, শাহ আলক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কাশেম, বদরুল ইসলাম, শান্ত ধর, নজির হোসেন লাহিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।