বালাগঞ্জে আত্মকর্মী হওয়ার প্রত্যয়ে প্রশিক্ষিত হচ্ছে একঝাঁক তরুণ-তরুণী
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ৮:৫৭ অপরাহ্ণ
শামীম আহমদ:
বালাগঞ্জে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখছে একঝাক তরুণ-তরুণী। উপজেলা যুব উন্নয়ন অফিসের সম্মুখে ভ্রাম্যমান ভ্যানের মধ্যে প্রতিদিন বেলা ১টা বিকেল ৫টা পর্যন্ত মাসব্যাপি এই প্রশিক্ষন অনুষ্টিত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্য থেকে ১২ জন তরুন ও ১২ জন তরুনী এতে অংশ গ্রহন করছেন। যাদের বয়স ১৮ থেকে ৩৫। প্রশিক্ষন সহায়ক প্রকল্প সুত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তররাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মাস ব্যাপি (নভেম্বর ২০১৬) এই কম্পিউটার প্রশিক্ষন দেয়া হচ্ছে। চলতি বছরের ১৪জুলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ৩৪.০১.০০০০.০২৮.৪৮.০২১.১১-২৮৮ সংখ্যক ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের মাধ্যমে প্রদত্ত প্রশিক্ষনকে প্রাতিষ্টানিক প্রশিক্ষন বিবেচনা বিষয়ক পত্রানুসারে বলা হয়েছে-ক্ষুদ্রঋন কার্য নির্দেশিকা অনুসরণে সকল শর্তাদি প্রতিপালন সাপেক্ষে টেকাব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবরা চলমান (রাজস্ব) কর্মসূচি হতে ‘প্রাতিষ্টানিক প্রশিক্ষনার্থী’ হিসেবে ঋন গ্রহনের সুযোগ পাবেন। প্রশিক্ষনার্থী যুবক আব্দুস শহিদ ও ছালেহ আহমদ লিছান বলেন, মাসব্যাপি এই প্রশিক্ষনে অংশ নেয়ায় শিক্ষনীয় অনেক বিষয় জানতে ও শিখতে পারছি। যা প্রাইভেট প্রতিষ্টানে প্রশিক্ষন নিয়ে কোনো অবস্থায়ই শেখা সম্ভব নয়। এজন্য আমরা প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে প্রশিক্ষন সংশ্লিষ্ট প্রশিক্ষক সহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।