সিকৃবি ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছে ৩১ জন শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ৩:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। এ বছর ৩৭৪ টি আসনের জন্য আবেদন করেছে ১১৪৯৬ জন প্রার্থী । আসনপ্রতি লড়বে প্রায় ৩১ জন। গতকাল সন্ধ্যার সময় ভর্তি পরীক্ষা কমিটি – ২০১৭ এর আহবায়ক প্রফেসর ডঃ এ এফ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস প্রকাশিত হয় ।
আসন বিন্যাস অনুযায়ী ১০০০১ থেকে ১১৮২৫ ক্যাম্পাস , ১১৮২৬ থেকে ১৩০২৫ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ , ১৩০২৬ থেকে ১৪১২৫ সিলেট মডেল স্কুল এন্ড কলেজ , ১৪১২৬ থেকে ১৪৬২৫ সরকারী টিচার্স ট্রেনিং কলেজ , ১৪৬২৬ থেকে ১৬৬২৫ এম সি কলেজ , ১৬৬২৬ থেকে ১৭৮২৫ সিলেট সরকারী কলেজ , ১৭৮২৬ থেকে ১৯২১৫ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ১৯২১৬ থেকে ২০৪০১ সিলেট সরকারী মহিলা কলেজ , ২০৪০২ থেকে ২১৪৯৬ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ।
ভর্তি পরীক্ষা আগামী ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০:০০ থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ নভেম্ভর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নামানো যাবে। ৩৭৪ টি আসনের মধ্যে রয়েছে ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স অনুষদে ৮৮ টি আসন , কৃষি অনুষদে ৭৭ আসন , মাৎস্য বিজ্ঞান অনুষদে ৬৬ আসন , কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৫ টি আসন , কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে ৫৫ টি আসন এবং বায়োটেকনলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৩ টি আসন। ভর্তি পরীক্ষার রেজাল্ট ২৭ নভেম্বর রবিবার প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি ৪ ডিসেম্বর , ৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।