বিএনপি পুরোপুরি জামায়াতের উপর নির্ভরশীল : সিলেটে যুবলীগ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, জামায়াতের উপর পুরোপুরি নির্ভরশীল দল বিএনপি। জামায়াতের সিদ্ধান্ত তাঁরা মেনে চলে। এর জন্যই তাঁরা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েও কয়েক ঘণ্টা পর আবার প্রার্থিতা প্রত্যাহার করেছিল। এটা তাদের কোন সিদ্ধান্ত ছিল না। এটা ছিল জামায়াতের সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই বিএনপি ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। এখন দেশের জনগণের সঙ্গে তামাশা করার খেসারত দিচ্ছে তারা।
ওমর ফারুক চৌধুরী শনিবার (১৯ নভেম্বর) সিলেট কাজী নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য এড. বেলাল হোসেন, আহমদ আল কবীর, নুরুন নবী চৌধুরী শাওন এমপি, জাকির খান, সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন সেন্টু, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সেলিম আহমদ সেলিম প্রমুখ।