ছাতকে দু’পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়, আহত ২০
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১০:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাতকে সরকারি ভূমির গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। ঘটনার সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউপির পালপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ভূমির গাছ কাটাকে কেন্দ্র করে পালপুর গ্রামের নূর মিয়া ও আকিক মিয়া মেম্বারের পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি বিনিময় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদের মধ্যে নূর মিয়া পক্ষে আহতরা হলেন, লন্ডন প্রবাসি ফখর উদ্দিন (৩৫), তাহিদ মিয়া (৩০), আব্দুল জব্বার-মশাহিদ (৩২), শাহ আলম (২৮), শরীফ খান (৩৫), নূরুল আমিন (৩০), ইসলাম উদ্দিন (৩৫), ফয়জুল (৩২), জাহেদ (২৭) প্রমূখ।
এদের মধ্যে শাহ আলম, শরীফ খান, নূরুল আমিন গুলিবিদ্ধ হয়েছেন বলে টিএম আহসান মাহবুব জানিয়েছেন। এদিকে সাবেক মেম্বার আকিক মিয়ার পক্ষের আহতরা হলেন, আব্দুর রকিব-শাহ জাহান (৩২), ফয়ছল আহমদ (৩০), সেবুল মিয়া (২৫), এমাদ উদ্দিন (২৬), আব্দুল্লাহ (৩৫), খসরু মিয়া (৪০), তোরন মিয়া (৪২)। আকিক মিয়া জানান, টিএম আহসান মাহবুব, টিএম ফখর উদ্দিন, টিএম শাহ আলম ও মোশাহিদের নেতৃত্বে পালপুর গ্রামবাসীর উপর ১৫/২০রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে। এতে তাদের কয়েকজন লোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুহেল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও বন্দুকের গুলি বিনিময়ের কথা অস্বীকার করেছে।