জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ৯:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে যাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মৃত ওই পর্যটকের নাম পাভেল (১৮)। তিনি ময়মনসিংহের আরকে মিশন রোড এর আব্দুল খালেদ-এর ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বন্ধুদের সাথে জাফলং বেড়াতে এসে শুক্রবার বিকেল ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টের পানিতে ডুবে যান পাভেল। সেদিন আর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ (শনিবার) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করেন। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান ওসি দেলোয়ার।
ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।