ওসমানী বিমানবন্দরে সাপ আতংক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৬, ১১:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে দেখা দিয়েছে সাপ আতংক। বেশ কয়েকদিন ধরে বিমানবন্দরের যেখানে সেখানে দেখা মিলছে বিষধর প্রজাতির সাপের। সর্বশেষ শনিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের কার্যালয় থেকে উদ্ধার করা হয় একটি সাপ।
সংশ্লিষ্টরা জানান, প্রায়ই রাতের বেলায় বিমান বন্দরের বিভিন্ন জায়গায় সাপের দেখা মেলে। তবে বর্তমানে এদের আনাগোনা বেড়ে গেছে। গত সপ্তাহে নভোএয়ারের কার্যালয় থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছিল। তাছাড়া বিমানবন্দরের অভ্যন্তরের সামি ক্যাফেটেরিয়ার ভিতরেও মিলেছিল বিষধর সাপ।
ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. রাগীব রাহমান সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি বন্দর ব্যবস্থাপক হাফিজ আহমেদকে জানানো হয়েছে। শিগ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন।’