নগরীর তেররতনে ছাত্রলীগ নেতার বাসায় হামলা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১০:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর তেররতন সৈদানীবাগ এলাকার একটি বাসায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বিরের বাসায় হামলা চালায় ছাত্রদল নেতা উমেদ ও তার গ্রুপের কর্মীরা।
বিকাল ৫টার দিকে হঠাৎ করে উমেদ ও তার ভাই রাশেদের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী সৈয়দ শরীফের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বিরের বাসা ও আশপাশের কয়েকটি বাসায় গুলি চালিয়ে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। এসময় সৈয়দ আতাউর হোসেন সাবুল আহত হন এবং গুলির আওয়াজে সৈয়দ আজিজুল হোসেনের স্ত্রী জেবুন্নেসা বেগম হার্ট অ্যাটাক করেন।
এ ব্যপারে ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বির বলেন, শনিবার সকালে তার পিতা সৈয়দ শরীফের কাছে ছাত্রদল নেতা উমেদ চাঁদা দাবী করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চলে যায় এবং বিকালে হঠাৎ করে বাসায় হামলা চালায়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান- তাদের জায়গা সংক্রান্ত বিরোধ পূর্ব থেকেই চলছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।